সাতক্ষীরা জেলা কারাগারে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সতর্কতা

সাতক্ষীরা জেলা কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে ২৩২ জন হাজতি ও কয়েদি বেশী রয়েছে। হাজতি ও কয়েদিসহ কারারক্ষী ও কর্মকর্তাদের করোনা ভাইরাস প্রতিরোধে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

রোববার (২২ মার্চ) থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্দিদের আদালতে পাঠানোর কাজ বন্ধ করা হয়েছে।

প্রতিদিন কারাগারের বন্দিদের রুমগুলো জীবানুনাশক দিয়ে ধোয়া হচ্ছে। সর্দি-কাশি হলে কারা অভ্যন্তরে আলাদা রুমে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নতুন বন্দি এলে তাদের গেট থেকে একটি করে নতুন সাবান ও লুঙ্গি দেয়া হচ্ছে। গোসল করে নতুন কাপড় পরিয়ে ওয়ার্ডে ঢোকানো হচ্ছে। তাছাড়া দর্শনার্থীদের কারা অভ্যন্তরে প্রবেশের আগেই পায়ের জুতা জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। ভিতরে ঢুকে বাধ্যতামূলক সাবান দিয়ে হাত মুখ ধোয়ার পর বন্দিদের সঙ্গে দেখা করানো হচ্ছে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম বলেন, ৪শ’ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন সাতক্ষীরা জেলা কারাগারে বর্তমানে ৫৩২ জন বন্দি রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে তাদের সুরক্ষার জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বন্দিদের আদালতে পাঠানো বন্ধ রাখা হয়েছে।

##

Leave a comment