করোনা ভাইরাসে জাপানিজ কমেডিয়ান “কাইশ্যা”র মৃত্যু

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। তিনি বাংলাদেশে কাইশ্যা নামে পরিচিত। সোমবার (৩০ মার্চ) জাপানের গণমাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রকাশ করে।

জাপান টাইমস জানিয়েছে, জাপানের খ্যাতনামা কমেডিয়ান কেন শিমুরা গেল ২০ মার্চ থেকে নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এর তিনদিন পর (২৩ মার্চ) করোনা ভাইরাস ধরা পড়ে বাংলাদেশে কাইশ্যা নামে পরিচিত এই অভিনেতার। এই ভাইরাসের কারণেই রোববার (২৯ মার্চ) ৭০ বছর বয়সী এই অভিনেতা মারা যান।

পাগলা ডিরেক্টরের পক্ষ থেকে এমনই পোস্ট দিয়ে সমবেদনা জানান

20200331_132358

জাপানের বিনোদন জগতের লোকদের মধ্যে তারই প্রথম করোনা ভাইরাস শনাক্ত হন এবং মারা যান তিনি।

শিমুরা তার কাজের জন্য বিশ্বজুড়েই প্রশংসা পেয়েছেন। জাপানি এ অভিনেতা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বাংলায় তার ডাবিং ভিডিওগুলোও কাইশ্যা নামে পরিচিত হওয়ায় মূল নামে চাইতে এ দেশে কাইশ্যা নামেই তাকেই লোকজন বেশি চেনেন।

জীবিত অবস্থায় তিনি বলেছিলেন, তার কমেডিয়ান হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন আমেরিকান কমেডিয়ান জেরি লুইস।

 

##

Leave a comment